ই-কজলিস্টের তথ্য মোবাইলে জানতে ডাউনলোড করুন ‘আমার আদালত’ অ্যাপ; অথবা কল করুন ৩৩৩ (টোল ফ্রি) নম্বরে।

সচরাচর জিজ্ঞাসা

ই-কার্যতালিকা কী?

বিচারপ্রার্থীদের হাতের মুঠোয় সকল মামলার তথ্য প্রদানের লক্ষ্য নিয়ে স্মার্ট বিচার বিভাগ গঠনের প্রত্যয়ে ই-কার্যতালিকা প্রস্তুত করা হয়েছে। স্বচ্ছ, জবাবদিহিমূলক, উদ্ভাবনী ও জনমুখী বিচার বিভাগ প্রতিষ্ঠা এবং নাগরিকের অধিকার নিশ্চিতের লক্ষ্যে আইন ও বিচার বিভাগ এবং এটুআই প্রোগ্রামের নেতৃত্ব ও তত্বাবধায়নে এই ই-কার্যতালিকা প্রস্তুত করা হয়েছে।

ই-কার্যতালিকার উদ্দেশ্য কি?

তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে বিচার বিভাগীয় পদ্ধতির বিকাশ অতি দ্রুত আনয়ন সম্ভব যার মাধ্যমে একজন নাগরিক উৎকর্ষিত বিচার ব্যবস্থার আশ্রয়লাভ করতে সক্ষম হয়। । বিচারপ্রার্থী জনগণ মামলা সংক্রান্ত তথ্য জানার জন্য বিভিন্নভাবে হয়রানির সম্মুখীন হয়ে থাকেন। অনেক সময় যথাযথ তথ্যের অভাবে মামলা দায়েরে বিলম্ব ঘটে কিংবা সঠিক আদালতে মামলা দায়ের করা যায় না। অধিকাংশ বিচারপ্রার্থী দূর দূরান্ত থেকে বিচারের জন্য আদালতে আসেন ফলে তাদের হয়রানী চরম পর্যায়ে পৌঁছে। আর এ জনদুর্ভোগ লাঘবের নিমিত্ত এবং নাগরিকদের বিচার বিভাগে সর্বোচ্চ সুযোগ সুবিধা প্রদানে মামলার সকল তথ্য অনলাইনে প্রদানের মাধ্যমে বিচারপ্রার্থীদের মামলার তথ্য ঘরে বসে প্রাপ্তি নিশ্চিতকরণের লক্ষ্যে এটুআই প্রোগ্রাম এর নেতৃত্বে ই-কার্যতালিকা প্রস্তুত করা হয়েছে। ই-কার্যতালিকা হতে বাংলাদেশের সকল অধস্তন আদালত এর সকল মামলার তথ্যাদি মাধ্যমেই পাওয়া সম্ভব হবে।

ই-কার্যতালিকার বৈশিষ্ট্য কি?

সকল জেলা আদালত এর মামলার তথ্য ই-কার্যতালিকা থেকে প্রাপ্তির লক্ষ্যে এটি একটি অন্যতম উদ্যোগ। যে কোন ডিভাইস থেকে বিশ্বের যে কোন প্রান্ত থেকে অনায়াসে এই এ-কার্যতালিকায় প্রবেশ করা যাবে। ই-কার্যতালিকা সেবামুখী ও ব্যবহারকারী বান্ধব এবং সহজে হালনাগাদযোগ্য করা হয়েছে।

ই-কার্যতালিকা প্রবেশের ঠিকানা কোনটি?

ই-কার্যতালিকায় প্রবেশের ঠিকানা হলো- causelist.judiciary.gov.bd

প্রতিটি আদালতের ই-কার্যতালিকায় প্রবেশের ঠিকানা কোনটি?

ই-কার্যতালিকার সার্চ বার থেকে সংশ্লিষ্ট বিভাগের নাম, জেলার নাম, আদালতের ধরন দিয়ে তারপরে সংশ্লিষ্ট আদালতের নাম এবং যে তারিখের কার্যতালিকা দেখতে ইচ্ছুক উক্ত তারিখ সিলেক্ট করে নীচে রক্ষিত অনুসন্ধান বাটনে ক্লিক করে সংশ্লিষ্ট আদালতের ই-কার্যতালিকা সার্চ করতে হবে। উদাহরণস্বরূপ, পাবনা জেলার জেলা ও দায়রা জজ আদালত এর কার্যতালিকা দেখার জন্য সার্চ বার থেকে বিভাগ হিসেবে রাজশাহী, জেলা পাবনা এবং আদালতের ধরন এর ক্ষেত্রে জেলা ও দায়রা জজ আদালত সিলেক্ট করে আদালতের নাম হতে জেলা ও দায়রা জজ আদালত সিলেক্ট করে সংশ্লিষ্ট তারিখ বাছাইপূর্বক অনুসন্ধান বাটনে ক্লিক করলে জেলা ও দায়রা জজ আদালত, পাবনা এর সংশ্লিষ্ট তারিখের কার্যতালিকা পাওয়া যাবে।

জেলা আদালত হতে কোন নির্দিষ্ট মামলা অনুসন্ধানের পদ্ধতি কি?

প্রথমে, ই-কার্যতালিকার উপরে রক্ষিত মামলা অনুসন্ধান করুন বাটনটি সিলেক্ট করে নিতে হবে। এরপর, ই-কার্যতালিকার সার্চ বার থেকে সংশ্লিষ্ট বিভাগের নাম, জেলার নাম, আদালতের ধরন দিয়ে তারপরে সংশ্লিষ্ট আদালতের নাম এবং যে মামলাটি কার্যতালিকা হতে সার্চ করতে ইচ্ছুক উক্ত মামলার নং এবং ৪ ডিজিটের সাল টাইপ করে নীচে রক্ষিত অনুসন্ধান বাটনে ক্লিক করে সংশ্লিষ্ট মামলাটি ই-কার্যতালিকা হতে সার্চ করতে হবে। উদাহরণস্বরূপ, পাবনা জেলার জেলা ও দায়রা জজ আদালত এর কার্যতালিকা হতে ১৪৪০/১৯ নং মামলা দেখতে হলে ই-কার্যতালিকা হতে মামলা অনুসন্ধান বাটন সিলেক্ট করে সার্চ বার থেকে বিভাগ হিসেবে রাজশাহী, জেলা পাবনা এবং আদালতের ধরন এর ক্ষেত্রে জেলা ও দায়রা জজ আদালত সিলেক্ট করে আদালতের নাম হতে জেলা ও দায়রা জজ আদালত সিলেক্ট করে মামলা নং ১৪৪০ এবং সাল এর স্থলে ২০১৯ টাইপ করে অনুসন্ধান বাটনে ক্লিক করলে উক্ত মামলাটি কার্যতালিকায় পাওয়া যাবে। মামলাটির পাশে থাকা দেখুন বাটনে ক্লিক করলে পুরো মামলার বৃত্তান্ত পাওয়া যাবে।

ই-কার্যতালিকা কি কি ধরণের তথ্য প্রদান করবে?

বাংলাদেশের অধস্তন আদালতের সকল মামলার তথ্য যথা- মামলা নম্বর, পক্ষদের নাম, শুনানীর তারিখ, সংক্ষিপ্ত আদেশ, মামলার অবস্থা এবং সকল তারিখে মামলার কার্যক্রম ইত্যাদি সম্পর্কিত যাবতীয় তথ্য এই ই-কার্যতালিকা থেকে পাওয়া যাবে।

ই-কার্যতালিকা সম্পর্কে কোন মতামত প্রেরণের পদ্ধতি কি?

ই-কার্যতালিকা এবং জেলা আদালত ই-কার্যতালিকা সম্পর্কিত প্রশ্ন ও মতামতের প্রদানের জন্য বাতায়নের ‘মতামত’ লিংকে প্রবেশ করে মতামত প্রদানকারীর নাম, ই-মেইল অ্যাড্রেস সহ প্রশ্ন বা মতামত টাইপ করে “বার্তা পাঠান” বাটনে ক্লিক করুন।